বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ বাইশে মার্চ গোটা শহরজুড়ে অধিকার যাত্রা করা শুরু করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। আজকে প্রার্থী গোপাল লামাকে নিয়ে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরতে শুরু করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।
তিনি জানালেন লোকসভা নির্বাচন গায়ের জোরে জীততে চাইছে বিজেপী, প্রথমে হেমন্ত সোরেন এবং পরে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে বিজেপী চাইছে যে তাদের বিরুদ্ধে যারা আছেন তাদের সাবধান করে দিতে। কিন্তুু এই করে কিছুতেই ভোটে জীততে পারবে না বিজেপী। এইভাবে কোন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নিজেদের জোর দেখিয়ে লাভ নেই কোন এতে কোনভাবেই ভোটে জেতা যায় না। জেলা সভাপতি এদিন জানান মানুষের কাছে এবং মানুষের পাশে বিজেপী নয় তৃণমূল কংগ্রেস আছে ,তাই মানুষ ভালো করেই বুঝতে পারে কি করা উচিত কি নয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যথগুলি প্রকল্প শুরু করেছেন প্রত্যেক প্রকল্প কাজে লেগে যাবে মানুষের। তাই এবারে তৃণমূল কংগ্রেস লোকসভাতে বেশীরভাগ আসনই লাভ করবে। এই উপলক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড জুড়েই নানান কমসূচী রেখেছে দার্জিলিং জেলা তৃণমূল।