মদনমোহন সামন্ত, কলকাতা, ২১ মার্চ ২০২৪ :—
বৃহস্পতিবার ব্যস্ততম অফিসটাইমে জনবহুল প্রধান সড়কের পাশেই এক রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় হুলস্থুল পড়ে যায়।
ঘটনা নেতাজীনগর থানা এলাকার গাঙ্গুলিবাগান। রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডের পাশেই এক জনপ্রিয় রেস্টুরেন্টে সকাল সাড়ে দশটায় আগুন দেখতে পান এলাকার মানুষজন। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন চলে আসে। আসেন বিদ্যুৎ সরবরাহ দফতরের কর্মীরা। আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি তা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হয়।
এলাকার পৌরপিতা প্রসেনজিৎ দাস ছুটে আসেন। তাঁর সঙ্গে বাসিন্দাদের নিরাপদে উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয় গাঙ্গুলিবাগান অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা। অভিযোগ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। চারটি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তা না হলে বিপদ বাড়ত আরও।
বাড়িমালিকের বক্তব্য, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দমকল জানিয়েছে, তদন্ত না করে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। শেষ পর্যন্ত খবর, কয়েকজন আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মৃত্যু বা ভিতরে কারও আটকে থাকার কোনও খবর নেই।