বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত কয়েকদিনের মতো সকালে আকাশে বেশ মেঘ। কুয়াশায় আচ্ছান চারিদিক। বেলা বাড়লে সূর্যের মুখ দেখা যাবে। তারপরে তাপমাত্রা বাড়তে থাকবে। কিন্তু এই অবস্থায় বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আ হাওয়া অফিস। গত কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয় নি। কিন্তু আজ বৃষ্টি হবে।
আজ অন্তত চার জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত বুধবার থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। দুর্যোগের প্রভাব পড়েছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকাতে। হাওয়া অফিসের (Indian Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকে ওপরের চার জেলায়। পূর্বাভাস অনুযায়ী বুধবার দীঘা এবং নিকটবর্তী উপকূল সংলগ্ন এলাকাতেও দুর্যোগের প্রভাব ছিল অনেকটাই। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগ এখানেই শেষ নয়। আজ থেকে ফের এক দফায় শুরু হবে ঝড় বৃষ্টি। আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই সেদিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী শনিবার ফের একবার বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। ঐদিন দক্ষিণের সব জেলাতেই থাকবে হলুদ সতর্কবার্তা।
উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন বলছে, আপাতত আগামী ৫ দিন শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। একই সাথে দিনের বেলা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে।