বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দলের কথাই শেষ কথা, মুখ্যমন্ত্রী যেভাবে যাকে যেখান থেকে দাড় করিয়েছেন তার পরে আর কিছু হয় না। দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামাকে অভিনন্দন জানিয়ে সেই কথাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।
তিনি জানালেন দল যাকেই প্রার্থী ঘোষনা করেছে একেবারে কোন কথা না ভেবে আমাদের সবাইকে ঝাপিয়ে পড়তে হবে বলে জানালেন জেলা সভাপতি। যদি দল থাকে তবেই আমরা থাকব, তাই আর কোন দিকে না তাকিয়েই আমাদের সবাইকে ঝাপিয়ে পড়তে হবে নির্বাচনে জয়ের লক্ষ নিয়ে। জেলা সভাপতি জানান বাংলাতে মা মাটি মানুষের সরকার থাকবে। আর মানুষ সেটাই চায়।তাই আমাদের এখন একটাই কাজ দলের জন্য ঝাপিয়ে পড়া। দার্জিলিং জেলা থেকে নির্বাচিত প্রার্থী গোপাল লামাকে অভিনন্দন জানিয়ে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন ওনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমাদের সবার এখন একটাই কাজ ওনাকে জিতিয়ে নিয়ে আসা। বিজেপী অনেক চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবার নানান ছল চতুরী করে, কিন্তুূ আমাদের কাজ করতে হবে। মানুষের দরজায় দরজায় গিয়ে আমাদের প্রার্থীর হয়ে প্রচার করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রীর কাজগুলোর কথা জনসামক্ষ্যে যদি তুলে ধরা যায় তবে আমাদের জয় নিশ্চিত। বাংলার মাটিকে “মা মাটি মানুষের মাটি” আখ্যা দিয়ে জেলা সভাপতি জানান আমাদের মা বোনেদের কথা ভেবেই দিদি লক্ষীর ভান্ডারের টাকা বাড়িয়ে দিয়েছেন, তাই বাংলার মা বোনেরা আমাদের কাছেই থাকবেন। নির্বাচনের দিন ঘোষনার আর বেশী দেরী নেই তাই আমাদের তৈরী হয়ে উঠতে হবে নির্বাচনে জয়লাভ করবার উদ্দেশ্যে। এই বাংলার মাটি তৃণমূল এর ছিল তৃণমূল এর ই আছে এবং তৃণমূল ই থাকবে। তবে নির্বাচনে জীততে হলে আমাদের এখন থেকেই ময়দানে নেমে পড়তে হবে। পরীক্ষা কঠিন তবে জয় আমাদেরই হবে দাবী জানিয়ে জেলা সভাপতি জানান আমি আমাদের দার্জিলিং জেলার সমস্ত কর্মীদের আহবান করছি আপনারা সবাই ময়দানে নেমে পড়ুন। আমাদের জয়ী হতেই হবে। এই বাংলা আমাদের তাই আর কাউকে বাংলার মাটিতে আসতে দেওয়া যাবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই দলকে তৈরী করেছেন সেটা আমাদের ধরে রাখতে হবে শুধু তাই নয় এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।