বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১২ দিনের মধ্যে ব্রিগেড করে দেখিয়ে দিলাম। কেউ বলেছিল একে একে দল ছাড়ছে, তৃণমূল দলটা উঠে যাবে। কিন্তু এই ব্রিগেড থেকেই বিজেপির বিদায়ের সূচনা হয়ে গেল। মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি তৃণমূল সেকেন্ড ইন কমাণ্ডের।
শুধু তাই নয়, বাংলা বিরোধী বিজেপি, ইডি-সিবিআই ভোট দেবে না, মানুষ তৃণমুলের পাশে। তবে এই লড়াইয়ে আমরাই জিতব বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) । যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
নির্দিষ্ট সময় এদিন মঞ্চে (TMC Brigade Rally) পৌঁছেই র্যাম্প ধরে একেবারে জনগণের কাছে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ব্রিগেডে এবারের অন্যতম আকর্ষণ ৩০ ফুটের র্যাম্প। আর সেই পথ ধরে ব্রিগেডে আসা মানুষের কাছে পৌঁছে যান তৃণমূলের সেকেন্ড অন কমান্ড (Abhishek Banerjee)।
হাঁটতে হাঁটতে কখনও হাত মুষ্টিবদ্ধ করে উপরের দিকে দেখাতে থাকেন আবার কখনও মানুষের দিকে হাত নারতে থাকেন। শুধু তাই নয়, এদিন অভিষেকের চোখেমুখে স্পষ্ট আত্মবিশ্বাস ধরা পড়ে। একেবারে ফুল ফর্ম। বক্তব্যেও ধরা পড়ে তিক্ষ ঝাঁজ।
এদিন (TMC Brigade Rally) বক্তব্যের শুরু থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান ডায়মণ্ডহারবারের সাংসদ। মোদীর গ্যারেন্টিকে তীব্র আক্রমণ শানান। বলেন, মোদীর গ্যারেন্টি শূন্য ওয়ারেন্টি। চোরেরা আগে চুরি করলে জেলে যেত, কিন্তু এখন বিজেপিতে যোগ দেয়। এটাই মোদীর গ্যারেন্টি বলে আক্রমণ শানান অভিষেক।
শুধু তাই নয়, বাংলা-বিরোধীদের জনপ্রতিনিধি করেছে বিজেপি। তবে বাংলার মানুষ ”দিদি না মোদী? কার গ্যারান্টি চায় বাংলা? তা নিয়ে মানুষের মতামত জানতে চান, কর্মীদের এই বিষয়ে সুর চড়িয়ে চাঙ্গা করার চেষ্টা করেন।
অন্যদিকে খালিস্তানি মন্তব্য এবং একাধিক ইস্যুকে আক্রমণ করেও তোপ দাগেন এদিন অভিষেক (Abhishek Banerjee)। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলার কোটি কোটি মানুষকে আজও বন্দুকের নলের নীচে মাথা নত করে থাকতে হত। কিন্তু আমরা লড়াই করে যাচ্ছি।
আর এই লড়াইয়ে আমরাই জিতব বলেও মন্তব্য করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড (Abhishek Banerjee)। তাঁর কথায়, জনগর্জন কী তা একটা ট্রেলার এদিন দেখানো হল, সিনেমাটা বাংলার আপামর জনতা দেখাবে। খেলা হবে বলেও সুর চড়ান এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিন ব্রিগেডের মঞ্চ থেকে এদিন বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।