বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার বলতে বলতে শিলিগুড়িতে ধরা পরল ভুয়া ভোটার। কাউন্সিলার মানিক দিয়ে জানিয়েছেন তেরো নম্বর ওয়ার্ডের একটি রাস্তায় ধরা পড়ে গেছে ভুয়ো ভোটার। তার সহকর্মীরা এবং ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ভুয়া ভোটার ধরতে পেরেছেন।
কাউন্সিলর মানিক দে জানিয়েছেন এই কৃতিত্ব আমাদের কর্মীদের। তাদের জন্যই ধরা পরল এই ভুয়া ভোটার। আমরা আমাদের তরফ থেকে তাদের অভিনন্দন জানাবো। তার সাথেও কথা দিচ্ছি আমাদের এই অভিযান চলতে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা প্রকাশ করেছেন ভুয়ো ভোটারদের নিয়ে সেই আশঙ্কা সত্যি। তিনি আগেই বোঝেন এবং তিনি আমাদের থেকে অনেকটাই বেশি বোঝেন। তাই ধরা পড়ে গেল। আমাদের অভিযান এখনো থাকবে , কিভাবে কে কোথায় আছে , সেটা দেখতে হবে। জানাবেন কাউন্সিলর