বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল বলে কথা, তাও আবার নিজের দেশ খেলছে বাঘা যতীন পার্কে এখন ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা।
অনেকেই জানিয়েছেন রবিবারের ফাইনাল ম্যাচ আর খেলা দেখবো না এটা তো হতে পারে না কোনদিন, আজকে ভারত জিতবেই আর আমরা সেলিব্রেশন করব জানালেন সাধারণ মানুষ। সকাল থেকেই যেমন ভিড় ছিল দুপুরে ভিড় inআরো বাড়তে শুরু করেছে। সন্ধ্যার পর তা আরো বেড়ে যাবে জানালেন এক ক্রিকেট প্রেমী। রোহিত এবং বিরাট কোহলিদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে 150 কোটি ভারতবাসী। জেতাতে হবেই নিজের দেশ বলে কথা জানিয়েছেন তারা