বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে বন্দী পাহারায় নিযুক্ত থাকার সময় নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করেন।
চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন বাঁকুড়া হীরবাঁধের বাসিন্দা হিমাংশু মাঝি।
গত ২৮ ফেব্রুয়ারী ভোরে ইমামবাড়া হাসপাতালে গুলিবিদ্ধ হন পুলিশ কর্মি।
আশঙ্কা জনক অবস্থায় তাকে চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ ভোর পাঁচটায় মৃত্যু হয়।
আজ ছিল তার বিয়ে।
ঘটনার দিন ডিউটি শেষে ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল পুলিশ কর্মির।