বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রেলের টিকিট কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যান্ডেল স্টেশনে। রেলের টিকিট কাউন্টারে জানলা ভাঙচুর করা হয়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাচের টুকরো। মেঝেতে পড়ে রয়েছে রক্তের দাগ।
বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে হাওড়া বর্ধমানমন শাখায়। যদিও বেলা গড়াতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকেই টিকিট কাউন্টার গুলোতে ছিল ভিড়। রেল সূত্রে জানা যায়, ব্যান্ডেল রেল স্টেশনে ১ নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় করেন যাত্রীরা। সেই সময় কয়েকজন মত্ত যুবক তারা এসে অন্যান্য যাত্রীদের টপকে আগে টিকিট নিতে যায়। আর এ নিয়েই বচসার সৃষ্টি হয়। এরপর উত্তেজিত যুবকরা কাউন্টারে থালা রেল কর্মীদের উদ্যোশে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করতে থাকে। কাউন্টারের গ্রিল এবং কাঁচ ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে আসে রেল পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার ভিডিও করছিল পরিস্থিতি সামাল দিতে আসা এক রেল কর্মী। এর পর সেই রেল পুলিশের উপরেও চড়াও হয়ে মারতে শুরু করে দুষ্কৃতীরা। ভিডিও করা মোবাইলটিও কেড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা।
ঘটনার সময় পাশের কাউন্টারে ছিলেন ঋত্বিক সরকার নামে এক রেলকর্মী তিনি বলেন, সকাল থেকে ট্রেনের সমস্যা চলছিল যার জন্য টিকিট কাউন্টারের প্রচুর লাইন ছিল। টিকিট শেষ হয়ে গেলে টিকিটের রোল চেঞ্জ করা হচ্ছিল। সেই সময় চার থেকে পাঁচ জন যুবক এসে তারা বাকি যাত্রীদের সরিয়ে টিকিট নেওয়ার জন্য জোর করতে থাকে। তাদের পাশের কাউন্টার থেকে টিকিট নেবার কথা বললেও তারা শোনেননি। এরপরেই রেল কর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর হাত দিয়ে রেলের টিকিট কাউন্টারে কাঁচ ভেঙে দেয়। এমনকি ভেতরে ঢুকে মারতে উদ্যত হয়। রেল পুলিশকেও ধরে মারধর করা হয়। জামা ছিঁড়ে যায় পুলিশের। এই ঘটনায় আতঙ্কিত তারা। রেল পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনার ফলে রেলে যাত্রী সুরক্ষা তো দূরের কথা রেল কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।