বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আমার গলা কেটে ফেললেও সেখান থেকে একটাই নাম উঠে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি জানালেন লোকে একেক দিন একেক রকম কথা বলছে, আর মানুষের মনে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। সবাই বলছে আরেকটা নতুন দল নাকি আসবে, কোন দল নাম কি কেউ জানে না, তৃণমূল ছিল তৃণমূলই থাকবে। এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিভাবক হিসাবে মনে করে, কোন দলের কোন কুৎসা কেলেঙ্কারি কাজে আসে না। তাই কু কথা বলে লাভ নেই, বাংলার মানুষের মনকে ভুলিয়ে দেওয়া যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও জানান আর বিধানসভা ভোট আসতে ১৪ মাস বাকি, তাই আমাদের সবাইকে বিশেষ করে দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তবেই আমরা জয়লাভ করব। কিন্তু দলের ভিতরে কোন ভ্রান্ত ধারণা তৈরি হতে দেবেন না, মানুষের পাশে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং তিনি আজীবন থাকবেন। আমরা দলের কর্মী, তাই আমাদের হাত আরো শক্ত করে তুলতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। শুধুমাত্র তার জন্যই তো আছি আমরা, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।