বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জলপাইগুড়ির ভিডিও অফিসের কর্মী স্বরূপ চৌধুরী ( নাম পরিবর্তিত ) কুম্ভ মেলায় গিয়ে ইস্টবেঙ্গলের পতাকা উড়িয়ে আসলেন। তিনি একজন চাকরি লতা বিডিও অফিসের কর্মী।
তিনি জানিয়েছিলেন আমার দল ইস্টবেঙ্গল, সে হারুক বা জিতুক। আমি একজন ইস্টবেঙ্গলীয়ান ছিলাম আছি এবং থাকবো। তিনি আরো জানালেন, আমি কুম্ভে গিয়েছিলাম অথচ ইস্টবেঙ্গল যাবে না তা কি হয়? তাই কুম্ভ এ গিয়ে আমার ইচ্ছে ছিল ইস্টবেঙ্গল এর পতাকা ওড়ানো। আর আমি সেটা বাস্তবায়ন করতে পেরে প্রচন্ডভাবে খুশী। আমার দল বর্তমানে ভালো জায়গায় নেই, খেলছেও না ভালো , সেই কারণে আমার মন খারাপ। তাই ঠিক করেছিলাম, কুম্ভে গিয়ে ইস্টবেঙ্গলের জন্য প্রার্থনা করব। সেটা করতে পেরে আমি খুশি, জানালেন তিনি। এত কষ্ট করে আসলাম এখানে, আমার ক্লাবের জন্য প্রার্থনা না করলে কিভাবে হবে? আমার প্রার্থনা সফল হবে, ইস্টবেঙ্গল আবার সহ মহিমায় ফিরে আসবে , এটাই আমার বিশ্বাস জানালো স্বরূপ।