বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শীতকাল আসলেই শিলিগুড়িতে চাহিদা বারে কমলালেবুর, কিন্তু এবারে একেবারেই বিক্রি নেই কমলালেবুর।
হতাশ বিক্রেতারা , তারা জানিয়েছেন প্রতি বছর দার্জিলিংয়ের কমলালেবু চাহিদাই থাকে অন্যরকমের, কিন্তু এবার বিক্রি একেবারেই নেই কমলালেবুর, কিন্তু কেন? প্রতিবছর পর্যটকদের মধ্য কমলালেবু কেনার উৎসাহ থাকে, বিপুল পরিমাণে ব্যাপকভাবে বিক্রি হয় কমলালেবু। কিন্তু এই বছর? শোনা যাচ্ছে নাগপুরের কমলালেবু সরাসরি কলকাতায় পৌঁছে যাওয়ায় বিক্রি কমে গেছে দার্জিলিং এর কমলালেবুর। বিক্রেতারা জানিয়েছেন, যাও নভেম্বরে শুরুর দিকে বিক্রি হয়েছিল কমলালেবুর কিন্তু তা একেবারেই বন্ধ হয়ে গেছে, শীত বেশি পড়ার পর থেকে। বিক্রেতারা জানিয়েছেন টাকা ধার করে কমলালেবু কিনেছিলাম, কিন্তু বিক্রি না হওয়ায় ক্ষতির সম্মুখে পড়তে হচ্ছে আমাদের? এত খারাপ বাজার কোন বারেই ছিল না। এবার পর্যটক এরাও কমলালেবু খুব একটা কেনেন নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। বিভিন্ন জায়গা থেকে দক্ষিণবঙ্গে এবার ঢুকেছে কমলালেবু, বলে মনে করছেন বিক্রেতারা, এমনকি দার্জিলিংয়ের কমলা লেবু এই বছর বিক্রি হয়নি, বিক্রেতারা জানিয়েছেন তাহলে কি দার্জিলিং এর কমলালেবুর জনপ্রিয়তা কমে গেল? তবে কিছু সংখ্যক বিক্রেতারা মনে করছেন শুধু এক বছর সামনে বছর থেকেই ঠিক হয়ে যাবে সবকিছু। তবে সবকিছুই সময়ের অপেক্ষায়, এও জানিয়েছেন তারা।