বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রস্তাব যতই জমা পড়ুক, লগ্নির আশ্বাস মিলুক, উত্তরবঙ্গে যে চিমনির থেকে ধোঁয়া উঠবে না, তা পরিষ্কার। আর এমন স্পষ্ট বার্তা পেয়ে পর্যটনশিল্পের ওপরই জোর দিচ্ছে এখানকার শিল্প-বাণিজ্য সংগঠনগুলি।
বুধবার কলকাতায় শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন । স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে চাঁদের হাট বসবে। আর এখানেই ‘পর্যটনে উত্তরবঙ্গ’ তুলে ধরার চেষ্টা হবে। এমন মঞ্চ পেয়ে স্বাভাবিকভাবেই হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (এইচএইচটিডিএন) তো বিভিন্ন প্রস্তাব তুলে ধরার চেষ্টা করবে, তাৎপর্যপূর্ণভাবে পর্যটনকে ফোকাস করতে চাইছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজও । যাতে স্পষ্ট উত্তরের ‘লাইফলাইন’ পর্যটনই।
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে নজর উত্তরবঙ্গেরও । এখানকার আট জেলার জন্য সম্মেলনে কী প্রস্তাব জমা পড়ে, রাজ্য সরকারের ভাবনা কী, তা যেমন জানতে চাইছে উত্তরবঙ্গ, তেমনই সুযোগ মিললে উন্নয়নে তাদের ভাবনা এবং চাহিদাও তুলে ধরবে বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন সংগঠন। যদিও বুধবার সম্মেলনের উদ্বোধনের দিন সেই সুযোগ না পাওয়া যেতে পারে বলে মনে করছেন অনেকে। তবে পর্যটন যে এইবার বিশ্ব বাণিজ্য সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় এটা হল করে বলতে পারা যায়।