বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা গুলিতে দাপিয়ে ব্যাটিং করে যাচ্ছে হোমস্টে। বিভিন্নভাবে পর্যটকদের আকর্ষণ করতে বিভিন্ন রকম পদ্ধতি বের করছে হোমস্টে গুলি।
আর সবচাইতে বড় কথা এর মালিকেরা সব শিক্ষিত, রীতিমত পর্যটনের বিষয়ে পড়াশোনা করে তবেই তারা সিদ্ধান্ত নেন এই হোমস্টে গুলি খোলার। কারণ খুললেই তো হবেনা , লাভ করতে হবে, আর খরচও আছে প্রচন্ড। বিশেষ করে দৈনিক খরচের কথা চিন্তা করে মাথা খারাপ হয়ে যায়, এর উপরে আছে স্টাফদের বেতন, বেশিরভাগ স্টাফ ই শিক্ষিত হয় আর তাদের বেতনও দিতে হয় অনেকটাই বেশি। তাদের উপর ভরসা করেই হোমস্টে গুলো চালান মালিকেরা। এই হোমস্টে গুলি এখন উত্তরবঙ্গের সব জায়গায় ছড়িয়ে আছে, আর তার দাপটে রীতিমতো ম্যারম্যারে হয়ে গেছে ফুটিং এবং লজিং নিয়ে থাকা হোটেলগুলি। অনেকেই জানিয়েছেন হোমস্টে গুলো এখন রমরমে চলছে। তাদের মনোরঞ্জনের জন্য সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে, আর এই চাইতে এগিয়ে অনেকটাই হোমস্টে গুলি। একদিকে আশা ও অন্যদিকে নিরাশা, এই ভাবেই চলিয়ে চলে গেছে শিলিগুড়ির ভবিষ্যতের পর্যটন।