বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর, আহত এক। এলাকায় উত্তেজনা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কালিতলা মোড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে ভিকি ও দেবাঞ্জন মজুমদার। ঘটনায় গুরুতর জখম আরেক বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সকালে কাজে যাওয়ার ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এই দুই বাইক আরোহীর। ঘটনার পর পালিয়ে যায় ঘাতক ট্রাক। ঘাতক ট্রাক ও চালককে গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ এলাকার, পাশাপাশি এলাকায় বেপরোয়া ট্রাকের আনাগোনা রয়েছে। পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি বলেই অভিযোগ এলাকাবাসীর। দ্রুত ঘাতক ট্রাককে আটক ও চালককে গ্রেফতারের দাবিতে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ।