বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অবাক আবহাওয়া শিলিগুড়িতে, ঠান্ডা নেই একেবারেই ঠান্ডা নেই , অবাক মানুষও। কারণ এইভাবে ঠান্ডা না আসার কি কারণ বুঝতে পারছেন না কেউই। কেন ঠান্ডা চলে গেল, একটা সোয়েটার পরেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, কারণ ঠান্ডা না থাকার জন্য, সূর্যের তেজ আরো বাড়ছে।
শৈল শহরের পাশেই শিলিগুড়ি, প্রতিবছর এইসময় হাল কাঁপুনি ঠান্ডা থাকে, অথচ এই সময় গায়েব ঠান্ডা। ঠান্ডা না পড়ার কারণ হিসেবে মৌসুমী বায়ুর প্রভাব বলছেন অনেকেই। তবে ঠান্ডা পড়বে, বলছেন আবহাওয়াবিদরা। কিন্তু কবে? এবারে একেবারেই হতাশ গরম জামা কাপড় বিক্রেতারা, ঠান্ডা এবার ভালো মতনই পড়বে বলে ভারি ভারী জিনিস এনেছিলেন তারা। কিন্তু কোথায় গেল ঠান্ডা, সকাল ১১ টা বারোটা বাজতেই রোদের চড়া সাতটা এসে পড়ছে শহর শিলিগুড়িতে। রাত্রিবেলা একটা লেপ হলেই চলে যাচ্ছে, অথবা একটা কম্বল। কেনা শহর শিলিগুড়িতে ঠান্ডা পরা তো দূরের কথা, কদিন পরে ফ্যান চালাতে হবে এই ভেবেই হতাশ হচ্ছেন মানুষ। আকাশে মেঘ, অথচ ঠান্ডা নেই, চেনা শহর শিলিগুড়িতে যেন অন্য পরিচিত আমেজ