বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি পুরসভার উদ্যোগে , শুরু হলো উত্তরন ক্রীড়া প্রতিযোগিতা।

 

মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলরেরা। এটি মূলত বস্তির অধিবাসীদের নিয়ে চলা ক্রীড়া প্রতিযোগিতা। মেয়র গৌতম দেব জানান প্রতিবছর আয়োজন করা হয় এই ধরনের ক্রিয়া প্রতিযোগিতার। এইবারও তার ব্যতিক্রম হলো না। এই বছর গতবারের তুলনায় বেশি প্রতিযোগী, অংশগ্রহণ করছে। সবার জন্য থাকলো, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রতিযোগিতা একদিন অনেক বড় আকার নেবে, এবং অনেক প্রতিযোগী অংশগ্রহণ করবে এই আশা রাখি। ওদের ছেলেমেয়েদের মধ্য খেলাধুলা করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, প্রচন্ডভাবে আছে। আমার কাছ থেকে যতটুকু সহায়তা পাওয়া যায় , আমি চেষ্টা করব সেটা করতে। আয়োজক হিসাবে শিলিগুড়ি পুরসভা, সব দায়িত্ব পালন করবে । এইটুকু দাবি করে বলতে পারি। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানালেন, গত বছরও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এবং গত বছরও প্রচুর জনপ্রিয় হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতা। একটা কথা মাথায় রাখতে হবে, সবাই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবেনা, তা নিয়ে মন খারাপ করার কিছু থাকে না, প্রতিযোগিতা হলে তাতে অংশগ্রহণ করাই সবচাইতে বড় ব্যাপার, এবং আমি সেটা মনে করি। সকল প্রতিযোগিতার জন্য থাকলেও শুভেচ্ছা এবং শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *