বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এনজিপি রেলওয়ে স্টেশন, আধুনিক থেকে আরও আধুনিক হতে চলেছে, ওটা স্টেশন উথাল পাতাল হচ্ছে, প্ল্যাটফর্ম বাড়ানো হবে, এবং যাত্রীদের বিশ্রামাগারের ও পরিবর্তন হবে। রেলবোর্ড সূত্রে জানা গেছে, ২০১৮ আজ পর্যন্ত চলবে এই কাজ।
তবে রেল যতই ঘোষণা করুক, স্টেশন আধুনিক হচ্ছে, সমস্যা কিন্তু বাড়ছেই যাত্রীদের, যাত্রীরা বুঝতেই পারছেন না , ঠিক কোথায় আছে টিকিট কাউন্টার, কোথায় আছে বিশ্রামাগার, এবং কোথায় আছে জলের ব্যবস্থা, উথাল পাতাল হচ্ছে স্টেশন, আর রাতে গেলে তো আপনি বুঝতেই পারবেন না কিছু, এমনকি স্থানীয় মানুষেরাও সমস্যায় পড়ে যাচ্ছেন, আত্মীয় পরিজনকে উঠাতে গিয়ে, প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে ভেবে। বৃষ্টি হলে, কষ্টের শেষ নেই, আপনি যদি রিক্সা অথবা টোটো তে যান তবে স্টেশনের অনেক আগেই আপনাকে জিনিসপত্র নিয়ে নেমে পড়তে হবে। সবচাইতে বেশি অসুবিধা, বয়স্কদের এবং বাচ্চাদের ক্ষেত্রে। তবে রেল জানিয়েছে, একটু সমস্যা হবে, তবে তৈরি হয়ে গেলে আর চিন্তা করতে হবে না কাউকে, এনজিপি স্টেশনের জন্য যে আধুনিক থেকে আধুনিক আধুনিকতম প্রজেক্ট তৈরি করা হচ্ছে, তা বাস্তবায়ন হলে সুবিধা হবে সবার। তবে রেল যাই বলুক, এখন এনজিপি স্টেশন না গেলে দিশাহারা হয়ে যাবেন আপনি, যারা নিয়মিত যাতায়াত করেন, তারাও সমস্যায় পড়ে যাচ্ছেন। তবে রেল জানিয়েছে সমস্যা সাময়িক। অপেক্ষা করলে ভালো ফলই আসবে