বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে ত্বক হয়ে যেতে বসেছে তিব্বত। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১ ডিগ্রি। কম্পনের মাত্রা এতটাই ছিল যে মানুষজন বাইরে বের হতেই ভয় পাচ্ছেন এখনো। কম্পন এর আধা ঘন্টার মধ্যেই চলে আসে রেড ক্রস এবং সেনাবাহিনী।
এখনো উদ্ধার কার্য চলছে তিব্বতে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকালে ভূমিকম্পে এখনো পর্যন্ত তিব্বতে মৃতের সংখ্যা ৯৫ জন। আহতের সংখ্যা আনুমানিক ৩০০ জনের কাছাকাছি। ভূমিকম্পএ ভেঙ্গে গিয়েছে বড় বড় বিল্ডিং, ধসে গেছে প্রাচীর তছনছ হয়ে গেছে দোকান পার্ট এবং মার্কেট, শোচনীয় অবস্থা বাজারের। খবরের শোনা গেছে সকাল থেকে অনেকে না খেয়ে বসে ছিলেন, শেষ পর্যন্ত সেনাবাহিনী এবং রেড ক্রস এসে স্থানীয়দের মধ্যে খাওয়ার বিতরণ করে। তিব্বতের অবস্থা এখনও খুব একটা ভালো নয়, আকাশ কালো হয়ে আছে মেঘলা এবং ঠান্ডা। মাইকে বারবার বলা হচ্ছে সবাই যেন এক জায়গায় থাকেন। ভূমিকম্পের ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তিব্বতের বহু সরকারি অফিস। ভূমিকম্পের সময় বাচ্চাদের অনেকেই আর্তনাদ করতে দেখা যায়। অনেকেই ঘর থেকে বাইরে এসে, নিজের পরিবার নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন। পরে সেনাবাহিনী এসে স্থানীয় মানুষদের শান্ত করে। তিব্বতের ভয়াবহ ভূমিকম্পে খবরে পৃথিবীর বেশ কয়েকটি দেশ উদ্বিগ্ন। তারা তিব্বতকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে।