বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকালের ভূমিকম্পের পরে, একেবারেই বিধ্বস্ত নেপাল। চারিদিকে ধ্বংস স্তুপ এর মত হয়ে আছে। সাথে সাথে বইছে প্রচন্ড ঠান্ডা কনকনে হাওয়া। এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং স্থানীয় মানুষ, আক্রান্ত মানুষকে উদ্ধার করতে পেরেছে ঠিকই, তবে কনকনে হাওয়া এবং অন্ধকার হওয়ার কারণে, উদ্ধার কার্য করতে দেরি হচ্ছে।
গতকাল সেনাবাহিনীর তরফ থেকে, আক্রান্তদের কাছে দুবেলার খাবার পৌঁছে দেওয়া হয়। ভূমিকম্প স্থিত জায়গায় লোডশেডিং হয়ে থাকায় সমস্যা বেড়েছে, বিদ্যুৎ দপ্তর এর কাছ থেকে খবরে জানা গেছে, বিপদ যাতে বেশি না বাড়ে তার জন্যই অন্ধকার রাখা হচ্ছে। আজ সকাল থেকেই আবার সেনাবাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে দেখছে কেউ আক্রান্ত চাপা পড়ে আছে কিনা, হাতে হাতে সরবরাহ করা হচ্ছে, চা পাউরুটি জল বিস্কুট এবং ম্যাগি। বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে। এদিকে নেপালে বর্তমান পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছে বেশ কিছু দেশ। আর দুপুরের মধ্যেই প্রয়োজনীয় খাবার এছাড়াও ওষুধ পত্র পৌঁছে যাবে নেপালে ভূমিকম্পস্থিত জায়গায়। ভূমিকম্পের পরবর্তী সময়ে নেপালে আফটার সক ও আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে।