বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আলিপুরদুয়ার জেলা জুড়ে পর্যটনের ব্যপক উন্নয়নের লক্ষ্যে আলিপুরদুয়ার সার্কিট হাউজে বৈঠক ।
উপস্থিত ছিলেন রাজ্যে সভার এম পি প্রকাশ চিক বড়াইক, আলিপুরদুয়ার জেলার সভাধিপতি, পৌর সভার চেয়ারম্যান, জেলা শাসক, এস পি, ভাইস চেয়ারম্যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, আর টি ও বোর্ড মেম্বার প্রমুখ ছাড়াও আলিপুরদুয়ার পর্যটন দপ্তরের আধিকারিকরা।
গৌতম দেব জানালেন পর্যটনের উন্নয়নের জন্য যে যে পরিকাঠামার প্রয়োজন সব আলিপুরদুয়ারে আছে। আমাদের দরকার মানুষ যাতে উন্নয়ন দেখে পর্যটনের প্রসারে আকর্ষিত হয়। আলিপুরদুয়ার এমন একটি শহর যেখানে মানুষের আগ্রহ পর্যটনের উপরে বিশেষ করে দেখবার মতন। তাই আমাদের এই বৈঠকের একটাই লক্ষ্য থাকবে সাধারণ স্থানীয় মানুষ যাতে পর্যটনের ব্যাপারে আকর্ষণ হয়। আমরা আমাদের তরফ থেকে সেই সুদূরপ্রসারী চেষ্টা করব বলে জানালেন মেয়র গৌতম দেব। তিনি আরো জানালেন আমি একসময় পর্যটন মন্ত্রী ছিলাম, আমার বেশ ভালোভাবেই জানা আছে কিভাবে পর্যটনার উন্নয়ন করতে হয়। আলিপুরদুয়ার উত্তরবঙ্গের অন্যতম একটি বিশিষ্ট শহর, যেখানে পর্যটনের পরিকাঠামো আছে।