বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জোরজবস্তি তাদের কাছ থেকে নাওয়া হচ্ছে টাকা। এক গুণের জায়গায় তিন গুণ, হেনস্থা , আজ এই অভিযোগে এনজিপি থানা ঘেরাও করলেন সিকিমের গাড়িচালকেরা, সাথে ছিলেন ডুয়ার্স এবং বাগডোগরা গাড়ি চালকরাও।
তারা এই দিন অভিযোগ করেন না মানলে তাদেরটা করছে এন জিপির কয়েকটি গোষ্ঠী। বলা হচ্ছে নিয়ম মেনে চলতে হবে, না হলে এখানে আসতে দেওয়া হবে না। ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর জানালেন, বিষয়টি শুনেছি আমরা এবং খতিয়ে দেখছি। এদিন গাড়ি চালকেরা জানান, দিনের পর দিন হেনস্তা করা হচ্ছে তাদের। আর সহ্য করতে পারছেন না তারা, এরপর যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয় তবে তারা আশাই।বন্ধ করে দেবেন