বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন অপরাজিতা বিল, মহিলাদের সুরক্ষার্থে তৈরি করা এই বিল এখনো পাশ করেনি কেন্দ্রীয় সরকার , আর সেই প্রতিবাদে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হল।
মিছিলের নেতৃত্ব দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ, তিনি জানালেন আমাদেরকে দিনের পর দিন আশা দিয়েও কোন ভালো ফল দেখাচ্ছেনা কেন্দ্রীয় সরকার, আজকে এতদিন হয়ে গেল , অপরাজিতা বিল পাস হলো না, কেন হলো না কেউ জানি না আমরা। আজকে আর জি কর ঘটনা এতদিন হয়ে গেল, সিবিআই বা কেন্দ্রীয় সরকারের অন্যান্য এজেন্সি, কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ তদন্ত করতে, সিবিআই কেন পারল না, তার জবাবও কিন্তু সিবিআইকে দিতেই হবে। জেলা সভাপতি আরো জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল এনে এক যুগ যুগান্তকারী অধ্যায় সূচনা করেছেন। এই বিল পাস হয়ে গেলে তা সুনাম ছড়িয়ে পড়বে সারা বিশ্বের দরবারে, তাই হয়তো কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে, যাতে এই বিল তাদের পাশ করতে না হয়, দোষীরা ধরা পড়ুক বা না পড়ুক, তাদের কোন মাথা ব্যথা নেই। কিন্তু সারা বাংলা তৃণমূল কংগ্রেস আজ জানতে চায় কেন অপরাজিতা বিল পাস করা হচ্ছে না, আজকে আমাদের এই প্রতিবাদের একটাই উদ্দেশ্য, অপরাজিতা বিল কে পাস করতে হবে। না হলে আমরা আরো বড় আন্দোলনে নামবো। সেদিন জেলা সভাপতি সাথে ছিলেন, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব মহিলা কর্মীরাও।