বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মদ বেশি খেলে নাকি মানুষের মনের নিয়ন্ত্রণ আর তার উপর থাকে না। তেমনই এক ঘটনা দেখে স্তম্ভিত সমস্ত বিশ্ব। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের মান্যম জেলায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবক টলতে টলতে বিদ্যুতের খুঁটির উপর উঠে পড়েন। তারপর তারের উপর শুয়েই পড়েন। ঠিক যেন বাড়ির বিছানা। টানটান হয়ে মাথায় হাত দিয়ে শুতে দেখা যায় তাঁকে। নিচ থেকে লোকজন চিৎকার করলেও কোনও কিছুই তাঁর কানে পৌঁছয়নি। যুবককে বিদ্যুতের খুঁটিতে উঠতে দেখেই একজন খবর দিয়ে দেয় বিদ্যুৎ অফিসে। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।
সেই আশ্চর্য ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মানুষ তো অবাক। এরপর যুবককে নামাতে পথচলতি মানুষ ছুটে আসেন। বহু কষ্টের পর সেখান থেকে তাঁকে নামান স্থানীয়রাই। কিন্তু তখনও কোনও হুঁশ ছিল না ওই যুবকের। অনেকেই গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এভাবেই সোশাল মিডিয়ায় যুবকের কীর্তি ভাইরাল হতেই তদন্তে নেমেছে পুলিশ।