বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রেমে আর যুদ্ধতে কোনো নিয়ম নেই – তা বার বার প্রমাণ হয়েছে। আবার তা প্রমাণ হলো উত্তর প্রদেশে। এক কিশোর, আর দুই কিশোরী – একদম ত্রিভুজ প্রেম। যে ছেলেটিকে তাদের পছন্দ সেও ওই স্কুলেরই ছাত্র।
এনিয়েই যত ঝামেলার সূত্রপাত। যা গড়াল হাতাহাতিতে। স্কুল পোশাকেই রাস্তায় মারামারি শুরু করে দেয় তারা। কিল-চড়-ঘুষি কোনও কিছুই বাদ যায়নি। সোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। মানুষ দেখে অনেকটাই বিস্মিত। জানা গিয়েছে, এই ঘটনা উত্তরপ্রদেশের বাঘপাত এলাকার আমিনগর সরাই শহরের। স্থানীয়রা জানান, ওই দুই কিশোরী একই স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করে। দুজনেই একই কিশোরের প্রেমে পড়েছে। তার পরেই যত কান্ড।
খবরে প্রকাশ, ওই কিশোর ওই দুজনের মধ্যে কাউকেই বিশেষ পছন্দ করে না। সে কোনো সম্পর্ক তৈরী করে নি। কয়েকদিন আগেই নিজেরা সেটা জানতে পারে। সেই থেকেই একে ওপরের উপর রাগে ফুঁসছিল তারা। কেউ মনের মানুষকে ছেড়ে দিতে রাজি নয়। তাই মঙ্গলবার স্কুলের সামনেই দুজনে ঝামেলায় জড়িয়ে পড়ে। ঝগড়া করতে করতে হাতাহাতিতে জড়ায়। শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় সেই ঘটনার যাবনিকা পরে।