বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১ জানুয়ারী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন নিয়ে ভাঙড়ের দুই তৃণমূল নেতার মধ্যে বিস্তর গন্ডগোল হয়। ভাঙা হয় আরাবুলের গাড়ি। আর তা নিয়েই আরাবুল সওকাতের বিরুদ্ধে অভিযোগ জানালেন থানায়। শুধু শওকত নন, তাঁর পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবির আলি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোমিনুল ইসলাম এবং বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের নাম উল্লেখ করেছেন।

 

পোলেরহাট থানায় ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। এই নিয়ে এখন পর্যন্ত তৃণমূল নেতৃত্বের কোনো প্ররিক্রিয়া পাওয়া যায় নি। আরাবুল তার অভিযোগ পত্রে নিজের প্রাণহানীর আশাঙ্কা প্রকাশ প্রকাশ করে লিখেছেন, “এই সমস্ত দুষ্কৃতীরা যখন তখন আমার উপরে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি নিরাপত্তার অভাব বোধ করছি।” সবটা নিয়ে জমে উঠেছে তৃণমূলে আভ্যন্তরিন কলহ। এলাকার মানুষ তা উপভোগ করছেন।

এর আগে দীর্ঘদিন আরাবুল কারারুদ্ধ ছিলেন। এই মুহূর্তে জামিনে মুক্ত আছেন। আরাবুলের ছেলে অভিযোগ করেছিল, সওকাত মোল্লার চক্রন্তের জন্যই তার বাবাকে জেলে যেতে হয়েছিল। এরপর গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই সময় সকালে ওয়াড়িতে আরাবুল ইসলাম যখন দলের পতাকা তোলার পর বেরিয়ে আসছিলেন, তখনই তাঁর গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ। গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরে লেদার কমপ্লেক্স থানা ও হাতিশালা থানার পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *