বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  গতকালই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতেছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, পরিচালক অরুন রায়ের অবস্থা সংকটজনক। আর আজ, বৃহস্পতিবার আর জি কর হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন অরুণ রায় ৷ বুধবার রাতেই পরিচালকের ভালো না থাকার খবর জানিয়েছিলেন কিঞ্জল নন্দ । সকাল হতেই তাঁর চলে যাওয়ার খবর এল ৷ বাঘাযতীন করার সময়েই তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। বিগত কয়েকদিন ভর্তি ছিলেন আরজি করে। ২ তারিখ বৃহস্পতিবার ভোররারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গভীর শোকের ছায়া টলি পাড়ায়। ইতিমধ্যে হসপিটালে এসেছেন বিনোদন জগতের বহু মানুষ।

সেপ্টেম্বর মাসে দ্বিতীয় কেমো নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু মারণরোগ ক্যানসার তাঁর রোগ প্রতিরোধক ক্ষমতা একেবারেই কেড়ে নিয়েছে। এর জেরেই গত কয়েকদিনে দ্রুত শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। সম্প্রতি পরিচালককে দেখতে আর জি কর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘা যতীন’ দেব। কিন্তু শেষ রক্ষা হলো না। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘পরিচালক অরুণ রায় আর নেই। নতুন বছরের দ্বিতীয় সকালে চলে গেলেন সব মায়া ছেড়ে। যে অরুণ দাকে আমরা চিনি, সেই অরুণদা থেকে যাবেন আমাদের মনের ভিতর- ঠাট্টা, ইয়ার্কি, সিনেমা দেখা আর সিনেমার আলোচনা নিয়ে।”২০১১ সালে ‘এগারো’ ছবির সঙ্গে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ পরিচালক অরুণ রায়ের। ‘হীরালাল’ দিয়েই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই সিনেমা দিয়েই খ্যাতি পান ডাক্তার অভিনেতা কিঞ্জল নন্দ। ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কাজ করতে ভালোবাসা মানুষটা এরপর বানান ‘বিনয় বাদল দীনেশ’। তাঁর বানানো শেষ ছবি ‘বাঘাযতীন’। এখানেও তিনি হিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *