বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বছরের প্রথম দিন মহাকালীর পুজো দেওয়ার রীতি প্রচলিত আছে বহুদিন ধরেই। আরনোই দিনই হলো রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব।
সেই দুই মুহূর্তের সমারোহে ১জানুয়ারি মানুষের দল নেমেছিল দক্ষিণেশ্বর ও কালীঘাটে। প্রতি বছরের মতো এ বছরও বর্ষ শুরুর দিনে উদযাপিত হল কল্পতরু উৎসব। বিশেষ মঙ্গলারতি হয় কাশীপুর উদ্যানবাটিতে। দিনভর চলে পুজোপাঠ। আলোচনা করা হয় রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও বাণী নিয়েও। পবিত্র তিথিতে পুণ্যার্থীদের ঢল নেমেছিল কাশীপুর উদ্যানবাটিতেও।
ভোরের আলো ফোটার আগে থেকে লাইন পড়েছিল দক্ষিণেশ্বরে। ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে মা ভবতারিণীকে পুজো দেন পুণ্যার্থীরা। একই ছবি কালীঘাটেও। পুণ্যতিথিতে পুজো দিয়ে বছর শুরুর উদ্দেশ্যে লম্বা লাইান পড়েছিল সেখানেও। কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সে ইচ্ছা পূরণ হয়, সেই বিশ্বাস থেকেই সাতসকালে মন্দিরের বাইরে ভক্তের ঢল। ভক্ত মানুষ মনের গভীর বিশ্বাস নিয়েই এদিন দুই মন্দিরে পুজো দেন।