বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ নতুন বছর শুরু হলো। ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে স্বাগত জানাচ্ছি আমরা। এই প্রথম দিন অন্যান্য বছর বেশ ঠান্ডা থাকে। এ বছর কিন্তু ততটা ঠান্ডা নেই।
আজ, বুধবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। জাঁকিয়ে শীত কি তবে এল? আবহাওয়ার আপডেট জেনে নিন। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। তবে জানিয়ে রাখি প্রবল শীতের কোনও সম্ভাবনা এখনও নেই। সেই নিয়ে আশার খবর শোনাতে পারে নি আবহাওয়া দপ্তর। অর্থাৎ শীতপ্রেমীদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে তাপমাত্রা নামবে একটু একটু করে। গোটা রাজ্যের পাশাপাশি শহর কলকাতাতেও শীতের আমেজ রয়েছে। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুক্রবার পর্যন্ত কলকাতায় দিনে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমবে। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা এক লাফে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে জমিয়ে শীতের আমেজ রয়েছে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কুয়াশা থাকবে। বর্ষ শেষ থেকেই ব্যাপক ভিড় উত্তরের পাহাড়ে।