বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রতি বছর প্রকাশিত হয় দেশের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকা। বছর শেষে এ বছর তা প্রকাশিত হয়েছে ৩০ ডিসেম্বর।

 

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআরের রিপোর্ট অনুযায়ী, দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। ধনসম্পদের নিরিখে তাঁর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে থাকা অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তাঁর সম্পত্তির মোট পরিমাণ ৩৩২ কোটি টাকা। আর বাংলার মুখ্যমন্ত্রী আছে একদম শেষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমান মোটে ১৫ লক্ষ টাকা। তার অবশ্য কিছুটা উপরে আছে কেরালের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর সম্পত্তি এক কোটি টাকা।

দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন তিনি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পেনশন নেন না। এমন্কী, মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবেও পুরো বেতন নেন না। মাসিক মাত্র ১ টাকা বেতন তোলেন। বই এবং গানের রয়্যালটির টাকায় সংসার চলে মমতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *