বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেকসপিয়ার বলেছিলেন,’নামে কি আসে যায়!’ কিন্তু নামে যে অনেক কিছু আসে যায় তা প্রমাণ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি কলকাতার বহু রাস্তা, স্টেশন,স্তাপত্য, ও হলের নাম পরিবর্তন করেছেন। এবার সেই পরিবর্তন সূচিত হলো শতাব্দী প্রাচীন ষ্টার থিয়েটারের নাম সোমবার থেকে হয়ে ‘বিনোদিনী থিয়েটার’। সন্দেশখালিতে দাঁড়িয়ে সোমবার দুপুরে এই নামবদলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেলের মধ্যে তড়িঘড়ি নামফলক বদল করে দেয় পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা স্টার নামের ফলক সরিয়ে দিয়েছি। বিনোদিনী থিয়েটার নামের অস্থায়ী ফলক লাগানো হয়েছে। কাল স্থায়ী ফলক লাগিয়ে দেওয়া হবে।” নতুন যুগ, নতুন ভাবনা আর নতুন সব নামকরণ।
কলকাতা হেরিটেজ কমিশনের এক শীর্ষকর্তা জানান, রাজ্য চাইলে কোনও ঐতিহ্যবাহী বিল্ডিংয়ের নাম বদল করতেই পারে। কোনও সমস্যা নেই। প্রশ্ন অবশ্য থেকে যায় যে রাজ্য চাওয়া মানে কি শুধু মুখ্যমন্ত্রীর ঘোষণা না মন্ত্রীসভার সিদ্ধান্ত। সেই প্রশ্নের উত্তর অবশ্য নেই। ১৯৯১ সালে আগুনে পুড়ে যায় ঐতিহ্যবাহী থিয়েটার হলটি। ২০০৫ সালে সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন নতুন রূপে সেজে উঠেছিল স্টার থিয়েটার। মেয়রই নতুন স্টার থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। সিনেমা হল, রেস্তরাঁ, ক্যাফে থেকে শুরু করে বিশেষ গ্যালারি রয়েছে এই শতাব্দি প্রাচীন মঞ্চে। এবার সেই স্টারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার। সোমবার সন্ধ্যার মধ্যে নতুন নামের অস্থায়ী ফলক লাগিয়ে ফেলেছে কলকাতা পুরসভা। সরিয়ে ফেলা হয়েছে স্টার নামের ফলকও। মঙ্গলবারের মধ্যে নতুন স্থায়ী ফলক লাগানো হবে বলেই জানা গেছে।