বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি বিমান দুর্ঘনা ঘটে রবিবার – যেখানে ১৮১ জনের মধ্যে ১৭৯ জনেরই মৃত্যু হয়েছে।
দুজন বেঁচে গেছেন। কিন্তু সেই দুজনকে নিয়ে তৈরী হয়েছে নতুন সমস্যা। বিমান দুর্ঘটনা সম্পর্কে কিছুই তারা বলতে পারছেন না, কারণ তাঁদের স্মৃতি হারিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। ওই বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। মাত্র ২ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে। দু’জনই ক্রু সদস্য। উদ্ধারের পরই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। দমকল বাহিনীর অফিসাররা বলছেন, ২ জনেরই জ্ঞান রয়েছে। এবং তাঁরা বিপন্মুক্ত। ওই দুই জনের একজন হলেন লি। উদ্ধারের পর ৩২ বছরের লি’কে মকপো কোরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কথা মনে করতে পারছেন না তিনি। উল্টে তাঁর প্রশ্ন, “কী হয়েছে? আমি এখানে কেন?” লি জানিয়েছেন, বিমানটি অবতরণের আগে তিনি নিজের সিটবেল্ট শক্ত করে বেঁধে বসেছিলেন। এরপর আর কিছু মনে করতে পারছেন না তিনি। ব্যাস, ওই পর্যন্তই। তারপর আর কিছুই মনে নেই তাঁর।
দুর্ঘটনা জানিত শকে এমন হয়েছে বলেই মনে করছেন চিকিৎসকেরা। বিমানের শেষদিকে ছিলেন লি। তাঁর বাঁ কাঁধে চোট লেগেছে। তিনি মাথায়ও চোট পেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁর পরিবারের অনুরোধে লি’কে সিওলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।লি-র মতো দুর্ঘটনার মুহূর্ত মনে করতে পারছেন না উন-ও। মাথার খুলিতে আঘাত পেয়েছেন। গোড়ালিতেও চোট লেগেছে উনের। পেটে যন্ত্রণা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, উন বিপন্মুক্ত। তবে এখন তাঁর চিকিৎসা চলছে। স্বাভাবিক কারণেই জীবিত দুজনকে প্রশ্ন করে দুর্ঘটনার কারণে পৌঁছাতে পারছে না পুলিশ।