বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত ৯. ২০ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর প্রয়ানে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।

 

সেই সূত্র ধরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেন। শুক্রবার বিকেলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করে তাঁর মহানুভবতার দিক তুলে ধরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম।

এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারতের আর্থিক সংস্কারের রূপকার ছিলেন তিনি।” নয়ের দশকে মালয়েশিয়ার অর্থমন্ত্রী ছিলেন আনওয়ারও। ভারতের আর্থিক সংস্কার প্রত্যক্ষ করেছেন। রাজনীতিতে মনমোহন সিংকে বেমানান বলে মন্তব্য করেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রনেতা হিসেবে তিনি অটল ও অবিচল ছিলেন। এরপরই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ১৯৯৮ সালে আনওয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে তাঁকে জেলে যেতে হয়। সেইসময় মনমোহন সিং সাহায্যের হাত বাড়ান বলে জানান আনওয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমার পরিবারের উপর থেকে চাপ কমাতে সন্তানদের স্কলারশিপ দিতে চেয়েছিলেন তিনি।” মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন,তিনি একজন প্রকৃত বন্ধুকে হারালেন।

এখানেই শেষ না করে আনওয়ার লেখেন, “কারাদণ্ডের সেই অন্ধকার দিনগুলিতে, তিনি সত্যিকারের বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর মহানুভবতা এই ঘটনা থেকেই বোঝা যায়। তাঁর এই মহানুভবতা আমার হৃদয়ে চিরকালের জন্য থাকবে।” শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন, “বিদায় আমার বন্ধু, আমার ভাই মনমোহন।” তাঁর হৃদয়ের গভীর বেদনার কথা এই লেখার প্রতি ছত্রে ছত্রে ফুটে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *