বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে আজ। সকাল ৮টার সময় দিল্লির বাড়ি থেকে কংগ্রেস দফতরে নিয়ে যাওয়া হয়েছে তাঁর পার্থিব শরীর। সেখানেই দেশের অন্যতম জনপ্রিয় প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

 

ইতিমধ্যে সকাল থেকে বহু মানুষ কংগ্রেস সদর দফতরের সামনে ভিড় জমিয়েছেন। জানা যাচ্ছে, নয়াদিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, সকাল ১১ টা ৪৫ মিনিটে অন্তিম সংস্কারের কাজ শুরু হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে শেষ যাত্রাতেও পিছু ছাড়ল না বিতর্ক। দেশের অন্যান্য প্রধানমন্ত্রীদের মতো প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যর স্থানে স্মৃতিসৌধ নির্মাণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায় নি কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *