বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মুহূর্তে ঢাকা সুপ্রিমকোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য কলকাতায়। এর আগে তিনি চট্টগ্রামে আদালতে গিয়েছিলেন চিন্ময় মহারাজের হয়ে সওয়াল করতে।

 

কিন্তু তখন আদালত তাতে রাজি হয় নি। আগামী ২ জানুয়ারি রয়েছে বাংলাদেশের কোর্টে চিন্ময়প্রভুকে ঘিরে মামলার পরবর্তী শুনানির তারিখ। তার আগে বর্তমানে তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ রয়েছেন ব্যারাকপুরে। তিনি পশ্চিমবঙ্গে এসেছেন চিকিৎসার জন্য এইমসে চলছে তাঁর চিকিৎসা। এরই মাঝে লক্ষ্মীবার বৃহস্পতিবারে তাঁকে নিজে এসে কলকাতার ইসকনে নিয়ে যান, ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগে বাংলাদেশে ওই মামলা লড়ার সময় বহু চ্যালেঞ্জের পরিস্থিতির মধ্যে পড়েন। এই মামলা গ্রহণের পর তিনি লাগাতার হুমকি পাচ্ছেন বলেও খবর। এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কি কোনও আশঙ্কা করছেন? বর্ষীয়ান এই আইনজীবীর সাফ কথা,’কোনও আশঙ্কা করিনা। বিভিন্ন লেখালিখি হচ্ছে, আই ডোন্ট কেয়ার। আমাদের মূল কথা বল, আমরা মানুষের সেবা করি। সেবা করতেই থাকব। আমার কোনও রাজনৈতিক পরিচিতি নেই।’ তিনি মেরুদন্ড সোজা করে থাকতে জানেন। বয়সের ভারে লাঠি ছাড়া চলতে পারেন না। কিন্তু মনে আছে প্রবল জোর।

কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের এই আইনজীবী রবীন্দ্র ঘোষ। দুই তরফেই কথা হয় বেশ খানিকক্ষণ। রবীন্দ্র ঘোষ সেই কথপকথনের সমই বলেন,’মানবাধিকার অ্যাকটিভিস্ট হিসাবে এটা আমার দায়িত্ব যে সংখ্যালঘুর অধিকার রক্ষা। আমি এটা করে যাচ্ছি। আমি আমৃত্যু তা করব। ‘ আগামী ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণ প্রভুর মামলা রয়েছে বাংলাদেশের কোর্টে। তার আগে, আজ ইসকনে যাওয়ার আগে রবীন্দ্র ঘোষ বলেন, ‘মুক্ত করব, এটা সংকল্প।’ তিনি বলেন, ইসকন মন্দিরে প্রসাদ খাওয়ার কথা তাঁর। তিনি বলেন,’২ তারিখে কোর্টে কেস আছে, তার আগে ফিরব, শরীরের অবস্থা ভালো নয়, তারপরও যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *