বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ বন্ধ হয়ে হয়ে যাচ্ছে ফোন। কলকাতা সহ সমস্ত বাংলায় এই ঘটনার সাক্ষী সকলেই। তবে এবার তা বন্ধ হতে চলেছে বলেই কলকাতা কর্পোরেশনের সূত্রে জানা যাচ্ছে।

 

কিন্তু কিভাবে তা সম্ভব হবে? কলকাতার বিভিন্ন ওয়ার্ডে নির্দিষ্ট ব্যবধানে বসানো হচ্ছে এয়ার ফাইবার। ২০১৫-‘১৬ সালে কলকাতা শহরে ফুটপাথ খুঁড়ে বসানো হয়েছিল অপটিক্যাল ফাইবার। তাই নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। কয়েক গজ অন্তর ফাইবার মাথা উঁচু করে থাকত। আচমকা কলকাতা পুরসভার কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর। বলা হয়েছে, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের অনুমোদন সাপেক্ষে রাজ্য সরকারের ওই দপ্তর কয়েকটি বেসরকারি সংস্থাকে এয়ার ফাইবার বসানোর অনুমোদন দিতে চলেছে। ফলে কলকাতা পৌরসভার আধিকারিকরা জানাচ্ছেন, এই কাজ শেষ করতে পারলে আর কল ড্রপ হবে না।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা যাচ্ছে, এই কাজে পুরোদমে সহযোগিতা করবে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ। পুরসভার এক শীর্ষকর্তার কথায়, “ল্যাম্পপোস্ট, বিল বোর্ড, বাস স্ট্যান্ড, বা বহুতলের উপরে কোনও স্ট্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হবে এয়ার ফাইবার। এয়ার ফাইবারের মূল কাজ মোবাইল ফোনের সিমকে সক্রিয় রাখা।” ফলে কথা বলতে বলতে কল ড্রপের আশঙ্কা থাকলেই সক্রিয় হবে ওয়েভলেন্থ। অ্যাসেসমেন্ট বিভাগের থেকে ইতিমধ্যে তথ্য চাওয়া শুরু হয়েছে। ওই আধিকারিক জানান, পুরসভার সম্পত্তি ব্যবহার করা হবে তাই সংশ্লিষ্ট সংস্থাকে পরিষেবা বাবদ সার্ভিস চার্জ দিতে হবে। এখন দেখার বাস্তবে এটা কতটা কার্যকরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *