বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুলিশ সূত্রে খবর গতকাল রাতে রিষড়ার নেলকো এলাকায় নাকা চেকিং চলছিল রিষড়া থানার পুলিশের।
তখনই কোন্নগরের দিক থেকে একটি নাম্বার প্লেট বিহীন স্কুটি গাড়ি নিয়ে আসছিল দুই ব্যক্তি। সন্দেহবশত পুলিশ তাদের আটকাতে যায়। তখনই গাড়ি ঘুরিয়ে পালাতে যায় দুই সন্দেহভাজন। অবশেষে পুলিশের হাতে ধরা পরে দুই দুষ্কৃতি। তাদের থেকে একটি আগ্নেয়াস্ত্র সমেত দু রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গাড়িটাকেও বাজেয়াপ্ত করে পুলিশ। আজ দুই দুষ্কৃতীকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর একসময় রমেশ মাহাতোর ছায়া সঙ্গী ছিল এই গ্যাটিস। বেশ কিছুদিন গা ঢাকা দিলেও বিভিন্ন অপরাধে সিদ্ধহস্ত এই গ্যাটিস। সূত্র, আবারো কোন অপরাধে সংগঠিত হচ্ছিল তারা। তাই জন্যই তাদের কাছে এই আগ্নেয়াস্ত্র ছিল বলে অনুমান। সেইসমস্ত অস্ত্র গৌরিশঙ্কর বাড়ি নামে এক দুষ্কৃতী সরবরাহ করত বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ গৌরিশঙ্করের খোঁজ চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে রিসরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকারের নেতৃত্বে নাকা চেকিং চলছিল। সেই সময় দুজন পরিচিত দুষ্কৃতিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তাদের থেকেই একটি আগ্নেয়াস্ত্র সমেত ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । হয়তো তারা আবারো নতুন কোন অপরাধের সঙ্গে যুক্ত হতে যাচ্ছিল । আজ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।