বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল তৃণমূল ছিল, আজকে কংগ্রেস শিলিগুড়িতে বাবা সাহেব আম্বেদকর এর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্য কে ঘিরে আজ তীব্র প্রতিবাদ করল কংগ্রেস।
কংগ্রেসের পক্ষ থেকে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার জানালেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কিভাবে উনি এই ধরনের মন্তব্য করেন। দার্জিলিং জেলা কংগ্রেস , এবং সারা বাংলার কংগ্রেস এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, দেশবাসীর কাছে। এই ধরনের মন্তব্য করা, একেবারে অনৈতিক এবং প্রচন্ড দুঃখজনক। ভারতের মতো একটা দেশে, এখানে ধর্ম নিরপেক্ষতাই প্রধান সম্পদ সেখানে এই ধরনের মন্তব্য কে সম্মান জানানো যাবে না। এদিন যুব কংগ্রেস এবং কংগ্রেসের মিছিলটি, বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে, এয়ার ভিউ মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের পুরুষ এবং মহিলা সদস্য এবং সমর্থকেরা।