বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। মেয়র গৌতম দেব নিজে এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন।
মেয়র নিজে জানালেন সারা বছর ধরে বিভিন্ন চাপ এবং টেনশনের মধ্যে থাকে পুলিশ কর্মীরা। ওদের জন্যই হয়তো আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি। ওদেরও নিজের পরিবার আছে , দায়িত্ব আছে কর্তব্য আছে পরিবারের প্রতি। সবকিছু মিলিয়ে ওরাও তো মানুষ। তাই এই প্রতিযোগিতা ওদের কাছে অক্সিজেনের মতো। মনকে অন্যরকম করতে, এবং মনকে চাঙ্গা করতে এই ধরনের প্রতিযোগিতার ভীষণ প্রয়োজন। আমি সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। এছাড়া আমি দর্শকদের অনুরোধ করব তারা যেন মাঠে এসে কর্মীদের উৎসাহ দেয়। সবাই যদি আমরা একে অপরের পাশে বিভিন্নভাবে দাঁড়াতে পারি তাহলে সবাই সুস্থ থাকবে মানসিক এবং শারীরিক দিক দিয়ে চাঙ্গা থাকবে। আমি ব্যক্তিগতভাবে নিজে খেলাধুলা ভালোবাসি, এখন আর আগের মতো সময় পাইনা তবে আমি মাঠ কে ভালবাসি। তাই এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য আমি ছুটে চলে এসেছি আমার বিভিন্ন দায়িত্ব এবং কর্তব্য থাকলেও। পুলিশ কর্মীদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো, সবাই তো প্রথম এবং দ্বিতীয় হবেনা, অংশগ্রহণ করাটাই বড় কথা। আমি শুনেছি পুলিশ কমিশনারেটের এই ধরনের প্রতিযোগিতা খুব জনপ্রিয়। তাই দর্শকদের অনুরোধ করবো, বিশেষ করে যারা খেলাধুলা ভালোবাসেন এবং খেলাধুলার সাথে জড়িত থাকেন সারা বছর, তারা যেন সময় পেলে মাঠে আসেন। আমি নিজের চেষ্টা করব আবার আসার। শীতের দিনে মাঠে বসে খেলা দেখার মজাই আলাদা, তার সে যে খেলাই হোক না কেন। এদিন মাঠে উপস্থিত ছিলেন , আমিও প্রচুর মানুষ। এই প্রতিযোগিতার বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে বলে জানান মেয়র।