পুরসভার গেটে চলছে বিক্ষোভ অবস্থান বেতন পাচ্ছেন না শ্রমিক কর্মিরা তাই পুরোসভার বিরুদ্ধে চলছে আন্দোলন।দুমাসের বেতন হয়নি।১৯ দিন ধরে আন্দোলন করছেন পুরোসভার অস্থায়ী কর্মিরা।শহর পরিচ্ছন্ন রাখেন যারা সেই সাফাই কর্মিরা কাজ বন্ধ রাখায় জঞ্জালে ভরেছে শহর।আলোচনা বৈঠক করেও কোনো রফা সূত্র বেরোয়নি।
বেতন কবে হবে বলতে পারেনি পুরো প্রশাসন।তাই চরম হুশিয়ারী দিলো আন্দোলনকারীরা। শহরে জল রাস্তার আলোর মত জরুরি পরিষেবা বন্ধ রাখবে কর্মিরা।
পুরোসভার সমস্যা মেটাতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে হস্তক্ষেপ করার দাবী করেন কর্মিরা।