বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দেশজুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমতাবস্থায়, সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ট্রেনের যাত্রী সংখ্যা। যার ফলে ট্রেনে সিট পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে এবার মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে একটি বড় ঘোষণা করেছেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে বলেছেন, রেল  দরিদ্র এবং মধ্যবিত্ত যাত্রীদের দিকে পুরো ফোকাস রেখেছে। প্রায় ১২ হাজার জেনারেল কোচ যোগ করা হচ্ছে। চলতি অর্থবর্ষে ৯০০ টি জেনারেল কোচ অতিরিক্তভাবে যোগ করা হয়েছে। তিনি বলেন, বিশেষ করে দীপাবলি ও ছটপুজোর মতো উৎসবের মরশুমে ৭,৯০০ টি স্পেশাল ট্রেন চালানো হয় এবং ১ কোটি ৮০ লক্ষ যাত্রী কোনও সমস্যা ছাড়াই সেই সময়ে ট্রেনে ভ্রমণ করেন।

রেলমন্ত্রী আরও বলেন, “মহাকুম্ভ আসছে। মহাকুম্ভের জন্য ১৩,০০০ ট্রেনের  ব্যবস্থা করা হয়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে রেলের কাজ অত্যন্ত মনোযোগ দিয়ে চলছে।” তিনি বলেন, “একটি নতুন ট্রেন তৈরি করা হয়েছে- অমৃত ভারত ট্রেন। যার প্রযুক্তি বন্দে ভারত ট্রেনের মতোই। অমৃত ভারতের দু’টি ট্রেনই প্রায় ১০ মাস ধরে চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *