বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র বেশ বিতর্কের মধ্যে থাকতে ভালোবাসেন। এর আগে একাধিকবার তিনি সংসদে একাধিক বিতর্কিত প্রশ্ন তুলেছেন। এমন কি তাঁকে সাংসদ পদ খোওয়াতেও হয়েছিল।

 

এবার আবার নতুন বিতর্ক। তৃণমূলের পক্ষে বক্তব্য রাখতে উঠে ২০১৪ সালের বিচারপতি ব্রিজগোপাল হরিকিসান লোয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন মহুয়া মৈত্র৷ ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, সময়ের আগেই চলে যেতে হয়েছে বিচারপতি লোয়াকে৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ৷ স্বাভাবিক কারণেই হৈ হৈ করে আপত্তি জানান বিজেপি সাংসদরা। শুরু হয় তুমুল হট্টগোল।

বিজেপি সাংসদরা সম্মিলিত ভাবে অভিযোগ করতে থাকেন, সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দেওয়ার পরেও কেন বিচারপতি লোয়ার মৃত্যুর প্রসঙ্গে সংসদে টেনে আনলেন মহুয়া? একই অভিযোগ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুও। মহুয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিরেণ রিজিজু সংসদে মহুয়াকে উদ্দেশ্য করে বলেন, ”সংসদের নিয়ম অনুযায়ী আমরা উপযুক্ত পদক্ষেপ করব৷ আপনি খুবই খারাপ নজির তৈরি করছেন৷ এর থেকে আপনি রেহাই পাবেন না৷’’ ২০১৪ সালে মৃত্যু হয় বিচারপতি লোয়ার৷ তা নিয়ে তৈরী হয়েছিল নানা বিতর্ক। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে সেই মৃত্যু স্বাভাবিক ভাবে হয়েছে। সেই নিয়ে মহুয়া আবার প্রশ্ন তোলায় স্বাভাবিক নিয়মে বিতর্ক তৈরী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *