বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:হাসিনা সরকারের পতন ও ইউনুস সরকারের আগমনকে আসলে বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তিকাল বলা চলে। দেশের ইতিহাস থেকে সব মুছে ফেলে দিতে তৎপর হয়ে উঠেছে নতুন সরকার।
বাংলাদেশে চলছে বিজয়ের মাস। এই সময়েই জানিয়ে দেওয়া হল বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আর থাকছে না ‘জয় বাংলা’। কারণ, ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এর বিরুদ্ধে আদালতে একটি আবেদন করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া সেই রায় স্থগিত করেছে।ফলে মঙ্গলবার থেকে ‘জয় বাংলা’ আর বাংলাদেশের জাতীয় শ্লোগান থাকলো না।
আগেই জাতীয় সংগীত ও জাতীয় কবি নিয়ে আপত্তি উঠেছে। টাকা থেকে মুজিবর রহমানের ছবি এবার সরে যাচ্ছে। আর এবার জাতীয় শ্লোগান উঠে যাওয়ার মুখে। ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেদিন ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের দায়ের করা মামলায় এই রায় দিয়েছিল হাইকোর্ট। নতুন রায়ে আর জাতীয় শ্লোগান থাকলো না ‘জয় বাংলা।’