বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জন্মসূত্রে নাগরিকত্ব আইনটি দীর্ঘদিন ধরেই আমেরিকায় প্রচলিত। অর্থাৎ কোনো বিদেশি যদি আমেরিকায় গিয়ে সন্তান প্রসব করেন, তাহলে সেই সন্তান জন্মসূত্রে আমেরিকার নাগরিক হতে পারতো। কিন্তু এই আইন বাতিলের পক্ষে ট্রাম্প।

 

 

রবিবার NBC-এর ‘মিট দ্য প্রেস’-এর সঙ্গে একটি সাক্ষাতকারে এমন কথাই জানিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, যে সব অভিবাসীদের সম্পর্কে কোনও নথি সরকারের কাছে নেই তাঁদের আমেরিকা থেকে বহিষ্কার করা হবে। এমনকি তাঁদের সন্তানরা সেই দেশে জন্মালেও আর আমেরিকার নাগরিকত্ব পাবেন না। যাঁদের নথি নেই সেই অভিবাসীদের কি আমেরিকা থেকে বিতারিত করা হবে? এই বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলেই তিনি বলেন, “এটা করতেই হবে।” ট্রাম্প আরও বলেন, “আমরা অপরাধীদের দিয়ে শুরু করেছি, এই কাজ আমাদের করতেই হবে।” ফলে সমস্যায় পারবেন বহু ভারতীয়।

জন্মগত নাগরিকত্বের অধিকারকে ‘রিডিকিউলাস’ বলেও অভিহিত করেন ট্রাম্প। জন্মগত নাগরিকত্বের অধিকার খর্ব করতে হলে সংবিধানকে সংশোধনের প্রয়োজন বলে জানান তিনি। তাঁর দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম দিনেই নাগরিকত্বের বিষয়টি নিয়ে পদক্ষেপ করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “এই প্রথা আমাদের শেষ করতেই হবে।” প্রসঙ্গত, অভিবাসী এবং নাগরিকত্বের সমস্যা নিয়ে প্রথম দিন থেকেই আগ্রাসী ডোনাল্ড ট্রাম্প। ভোটের ইস্তেহারেও একই কথা উল্লেখ করেছিলেন ট্রাম্প। জন্মগত নাগরিকত্বের অবসান ঘটানো এবং অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার বিষয়ে বদ্ধ পরিকর ট্রাম্প। যদিও ছোটবেলাতেই যারা অভিবাসী হিসাবে এসে আমেরিকাতে আশ্রয় নিয়েছেন, ট্রাম্পের কথায় যাঁরা নাগরিকত্ব পাওয়ার ‘স্বপ্ন’ দেখছেন তাঁদের সমস্যা কী ভাবে সমাধান করা যায় তা আলোচনা সাপেক্ষ বলে জানিয়েছেন তিনি। এখন দেখার নতুন আইন কিভাবে আনবেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *