বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পারদ নামছে। সকালের দিকে দুই বঙ্গেই ঘন কুয়াশা। দৃশ্যমানতার তীব্র অভাব। বেলা বাড়লে দেখা দেবে জলমলে রোদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার শীত একেবারে দুয়ারে।
পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো সোমবার রাজ্যের একাধিক জেলায় হয়েছে বৃষ্টি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ৯টি জেলায়।
বৃষ্টি হলেও চলতি সপ্তাহের গোটাটাই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। তবে বৃষ্টির হাত ধরেই বুধবার থেকে ফের শুরু হবে শীতের দাপট (Winter spell)। মঙ্গলবার রাত থেকেই কমে যেতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার কলকাতাতেও (Kolkata Weather) শীতের আমেজ বজায় থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রির আশেপাশে। মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।
অব্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা কমেই চলেছে। পাহাড়ে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। পাশাপাশি তুষারপাতের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। উঁচু এলাকাগুলিতে বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে।