বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকার অন্তর্গত ১২ নম্বর মদন পাল লেনের একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। যদিও ওই বাড়ির অন্য অংশে একাধিক পরিবার বসবাস করেন।
এই পরিস্থিতির কথা শুনেই নবান্ন থেকে বাড়ি ফেরার সময় সোমবার সন্ধ্যায় ওই বাড়ি পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি সবটা দেখে মেরামতি করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী নিজে এসে এখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলে মেরামত করার নির্দেশ দেওয়া খুশি বসবাসকারীরা। তিনি আশ্বাস দেন, চিন্তা করার প্রয়োজন নেই। তিনি এই ভাঙা অংশ দ্রুত মেরামত করার ব্যবস্থা করবেন। আর সেখানে আবার মানুষ বসবাস করতে পারবেন। বিপদে এভাবে বাড়ির বাসিন্দাদের পাশে এসে দাঁড়ানোয় অত্যন্ত খুশি তাঁরা। তিনি মেয়রকে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন।
নেত্রীর নির্দেশ পেয়েই আজ, মঙ্গলবার ওই বাড়িতে যাওয়ার কথা রয়েছে মেয়রের। সেখানে গিয়ে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। আর কলকাতা পুরসভার অফিসারদের যাতে বাড়িটি সংস্কার করে বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় তার নির্দেশ দেবেন বলে সূত্রের খবর। মেয়র বলেন, তিনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নেবেন।