বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইন্ডিয়া জোট নিয়ে সমস্যা বেড়েই চলেছে। সংখ্যাতত্ত্ব বলছে ওই জোটের নেতৃত্ব দেওয়া উচিত কংগ্রেসের। কিন্তু মমতা সহ অনেকেই কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আপত্তি আছে।
এবার লালু প্রসাদ সেই বিতর্ককে আরও উস্কে দিলেন। আরজেডি নেতা লালু প্রসাদের কথায় আবারও বাড়ল সেই জল্পনা। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, এনসিপি নেতা শরদ পাওয়ারের পর এবার লালু প্রসাদ যাদব। সোমবার ওয়াই এস আর কংগ্রেসও মমতাকেই নেত্রী হিসেবে সমর্থন করেছেন। আর এবার লালুর মুখেও শোনা গেল একই কথা। কংগ্রেসের কোনও আপত্তি মানবেন না বলেও জানিয়েছেন তিনি। এদিকে দিল্লি নির্বাচনে কংগ্রেসের সঙ্গ ছাড়াই লড়বেন কেজরীবাল।
লালুপ্রসাদ যাদব স্পষ্ট করেন তাঁর বক্তব্য। তিনি বলেন, “কংগ্রেসের আপত্তি কোনও বিষয় নয়। আমরা মমতাকেই সমর্থন করব। ২০২৫-এ সরকার গড়ব আমরা।” লোকসভায় ফল ভাল হওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল কংগ্রেস। কিন্তু দিল্লি এবং হরিয়ানা বিধানসভায় ভরাডুবির পর কংগ্রেস আবারও ব্যাকফুটে চলে গেলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তারপরই রাহুলের নেতৃত্বকে অস্বীকার করতে শুরু করেছে জোটের বাকি শরিকরা! এদিকে বাংলায় বিজেপিকে পিছিয়ে দিয়ে এগিয়ে চলেছে মমতা। স্বাভাবিক কারণেই মমতার নেতৃত্বের দাবি জোরালো হচ্ছে ইন্ডিয়া জোটে।