বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আদালতকে নিয়ে কি ছেলে খেলা শুরু করেছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। শারীরিক অসুস্থতার অজুহাতে তিনি ক্রমাগত হাজিরা এড়িয়ে চলেছেন।

 

প্রধান বিচারপতি প্রশ্ন করেন, শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বার বার হাজিরা এড়ালেও কেন জেলে যাচ্ছে না সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। প্রয়োজনে সোমবারই জেলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হোক, বলেও জানান বিচারক। তবে সুজয়কৃষ্ণ ভদ্র ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন করে রেখেছেন। সেকথাই আদালতে উল্লেখ করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক। তবে বিচারক জানান, আগাম জামিনের আবেদন করা থাকলেও, গ্রেপ্তারিতে কোনও বাধা নেই। এই পরিস্থিতিতে সবটাই নির্ভর করছে সিবিআইয়ের উপর। তারা এবার কোন পথে হাঁটবে তা দেখার।

এই কালীঘাটের কাকুর সঙ্গে কিছুটা হলেও নাম জড়িয়ে গিয়েছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি অভিষেকের কম্পানির একজন কর্মকর্তা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত মাসেই শেষ হয় শুনানি। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে অন্য মামলাও রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। সিবিআইয়ের একটি মামলায় হাই কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। তা মঞ্জুর হলেই জেলমুক্তি। আর না হলে গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *