বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকালের দিকে কিছুটা কুয়াশা। এক ধাক্কায় তাপমাত্রা কিছুটা বেড়ে গেছে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ায় বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে।
সোমবার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। তবে তাপমাত্রা সামান্য বাড়বে। সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা পড়বে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। মঙ্গলবার থেকে আবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি শুষ্ক হয়ে যাবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের ছ’টি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি দুটি জেলার (আলিপুরদুয়ার এবং কোচবিহার) আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিঙের একটি বা দুটি অংশে তুষারপাতও হতে পারে। দার্জিলিঙের উঁচু জায়গায় বরফ পড়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি সাতটি জেলার (জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।