বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে ভয়ঙ্কর তা বলার অপেক্ষা রাখে না। ইসকনের সন্ন্যাসী চিন্ময় মহারাজকে প্রায় বিনা কারণেই জেলবন্দি করে রেখেছে। প্রতিবাদ জানিয়েছে ভারত।

 

ওখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ভাঙা হচ্ছে মন্দির। অন্যদিকে আগরতলায় আবার বাংলাদেশের বিদেশ দপ্তরে হিন্দুদের হামলা। সেই পরিস্থিতিতে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। খসড়া সূচি অনুযায়ী, তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করবেন। সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। দিল্লি সূত্রের খবর, আজ ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হয়। হাসিনা পরবর্তী সময় এই দুই দেশের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছে পাকিস্তান। ফলে সম্পর্কের নতুন অধ্যায় তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *